যশোরের চৌগাছায় সাপের কামড়ে রফিকুল ইসলাম সন্তোষ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি এ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের মাওলা বক্সের ছেলে। বাটিকামারি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরে নিজের ধানক্ষেত দেখতে মাঠে যান রফিকুল। ক্ষেতের আইন ধরে হাঁটার সময় একটি সাপ তাকে কামড়ে দেয়। সাথে সাথে স্থানীয়রা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন রফিকুলকে কামড়ানো সাপটি বিষধর।
কিন্তু উপজেলা পর্যায়ে সাপে কামড়ানো রোগীর চিকিৎসা সুবিধা না থাকায় ডাক্তাররা তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা তাকে যশোরে না নিয়ে জনৈক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজের ঝাড় ফুঁকেও রোগীর অবস্থা ভাল না হওয়ায় রফিকুলকে ফের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই বুধবার রাত আটটার দিকে মারা যান তিনি।
চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ জানান, রোগীর স্বজনরা চরম অবহেলার পরিচয় দিয়েছেন। রোগীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করার পরও তারা সেখানে না নিয়ে কবিরাজের কাছে নিয়ে যান। রাত ৮টার দিকে আবার যখন তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে আসা হয়, ততক্ষণে তিনি মারা গেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন