কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে ১০ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্টটি লেখা পর্যন্ত মৃত শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের জানালা দিয়ে বাতাসে রক্ত ছিটকে আসায় বিষয়টি ট্রেনে দায়িত্বরত কর্মকর্তাদের জানায় যাত্রীরা। পরে ট্রেনের ছাদে মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হয়।
ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন আসলে রেলওয়ের কর্মকর্তারা স্থানীয় রেলওয়ে থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ অজ্ঞাত শিশুটির মরদেহ উদ্ধার করে।
লাকসাম রেলওয়ে থানার এসআই আব্বাস জানান, অসাবধানতা বশত শিশুটি গাছ বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মৃত্যুবরণ করে বলে ধারণা করা হচ্ছে। তারপরও মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/এমআই