কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট নজির হোসেন সরকারের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের ব্যানারে বরেণ্য এ ব্যক্তির স্মরণসভার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক খ ম আতাউর রহমান বিপ্লবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সাইদ হাসান লোবান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, এড. শামসুল হক সরকার, মরহুমের একমাত্র পুত্র সহকারী অধ্যাপক সালাউদ্দিন রুবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন