নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদস্য সদ্যপ্রয়াত তিন সাংবাদিককে স্মরণ করেছেন সহকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাবের মিলনায়তনে প্রয়াত সাংবাদিক শাহজাহান আলী, বিশ্বনাথ দাস ও হাফিজুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তারা।
বিকেল ৪টায় শুরু হওয়া এই স্মরণসভায় শুরুতেই সদ্যপ্রয়াত ওই তিন সাংবাদিক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাদেরকে স্মরণ করে বক্তব্য দেন সহকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি। অনুষ্ঠানে নওগাঁর গণমাধ্যম কর্মীরা ছাড়াও প্রয়াত তিন সাংবাদিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক শফিক ছোটনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, নবির উদ্দিন কায়েস উদ্দিন, এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলা, ফরিদ উদ্দিন তরফদার, প্রয়াত সাংবাদিক শাহজাহান আলীর ছোট ভাই জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ দাসের ছেলে সুবীর কুমার দাস, হাফিজুর রহমানের স্ত্রী শান্তনা পারভীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন