বগুড়ার দুপচাঁচিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইসাহাক আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসাহাক জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর শালিকডুবী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে উপজেলার কাথহালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে ইসাহাক তার এক আত্মীয় সুমন আলীর (২৮) মোটরসাইকেলে চড়ে দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে আসছিল। পথিমধ্যে কাথহালী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তারা রাস্তার ওপর পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী ইসাহাক আলীকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক সুমন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ছোট ভাই আফজাল হোসেন বলেন, ইসাহাক শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি ক্ষুদ্র মুদি দোকানের ব্যবসা করতেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই