চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার জিএম গেট এলাকায় একটি বিড়ির গোডাউনের দারোয়ান রাজিব উদ্দিন কবিরকে (৪০) খুন করে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খুন হওয়া দারোয়ান রাজিব উদ্দিন কবির লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা। হত্যার পর ডাকাতরা একটি বিড়ির গোডাউন থেকে ৪৯ কার্টন বিড়ি, ২টি মোবাইল সেট এবং নগদ ১ লাখ টাকা লুট করেছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় ওই গোডাউনের কর্মকর্তা মো. রিদওয়ান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, ভোরে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দারোয়ান কবিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর