সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক চাপায় খোদেজা বেগম (৫০) নামে এক নারী মারা গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় এক নারী মারা যায়। নিহত নারী খোদেজা বেগম বগুড়ার শেরপুর উপজেলার খাগার আরসোন পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ঢাকা থেকে বগুড়া গামী ট্রাকে কয়েকজন ব্যাক্তি ঢাকা থেকে ফিরছিল। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌছিলে ট্রাকের চাকায় সমস্যা দেখা দেয় ট্রাকটি মেরামত করার জন্য রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় খোদেজা রাস্তা পারাপারা হবার সম একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন