উৎসব-আমেজের মধ্য দিয়ে যশোরে উদযাপন করা হলো বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণের মুহূর্ত। সোমবার সকালে যশোর প্রেস ক্লাবে জেলার সিনিয়র সাংবাদিক, সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ ও সংবাদপত্র এজেন্টদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এর আগে, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও যশোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রভাতফেরী সম্পাদক ফকির শওকত।
আরও বক্তব্য দেন যশোর প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব এবং যশোরের প্রাচীন দুজন সংবাদপত্র পরিবেশক মো. এজাহার আলী ও আনোয়ার আলম।
বিডি প্রতিদিন/এমআই