ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর একযুগে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে ও সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা নাগরিক সমাজ’র সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদ সোপানুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম মাহবুব আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ইব্রাহিম খান সাদত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, আ ফ ম কাউসার এমরান, মো. সাদেকুর রহমান, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মো. খান বিটু, ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর মীর মো. শাহীন ও পৌর কাউন্সিলর মিজান আনসারী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই