নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া গ্রামের মৃত ছকিরের ছেলে বর্গাচাষি চান্দু মিয়ার জমি থেকে রসুন লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশি জব্বার মাস্টারের চকিরভিটা মাঠের সোয়া বিঘা জমি বন্ধক নিয়ে রসুনের আবাদ করে আসছিলেন। তার ওই জমি থেকে প্রকাশ্যে রসুন লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্র-শনিবার দুদিন ধরে দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে মাজেদ আলীর নেতৃত্বে ওই মাঠের উঠতি ফসল রসুন লুটপাট করা হয়। এ ঘটনায় শনিবার (২০ মার্চ) বর্গাচাষি চান্দু মিয়া থানায় বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জব্বার মাস্টারের বড় ছেলে আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত মাজেদ আলী শত্রুতা করে দরিদ্র বর্গাচাষি চান্দু মিয়ার ফসল লুটপাট করেছে। এ ঘটনায় ক্ষতিপূরণসহ সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী। অভিযুক্ত মাজেদ আলী মুঠোফোনে শ্রমিক দিয়ে রসুন তোলার কথা স্বীকার করলেও বর্গাচাষির রসুন ফেরত দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
অভিযোগের প্রেক্ষিতে থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষকের ফসল লুটপাট করার অধিকার কারো নেই। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল