‘‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে পিরোজপুরে পুলিশের উদ্যোগে র্যালি, পথসভা, মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগীরথী চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খাইরুল হাসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদলসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। পরে শহরের নতুন বাসস্টান্ডসহ বিভিন্ন স্থানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল