শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল সহ একজনকে আটক করেছে থনা পুলিশ। আটককৃত হলেন উপজেলার বিশগিরিপাড়া গ্রামের থমাস সাংমার ছেলে হেমন্ত সাংমা(৪৫)। হস্পতিবার (১ এপ্রিল) তাকে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বছির আহামেদ বাদলের নের্তৃত্বে বৃহস্পতিবার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিশগিরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাকরকান্দী-রামচন্দ্রকুড়া সড়কে কালো রংয়ের স্কুল ব্যাগ সাথে নিয়ে হেমন্ত সাংমা অবস্থান করছিলেন। তখন পুলিশ তার ব্যাগ ও দেহ তল্লাসী করে ৮টি মদের বোতল এবং ৫১ টি ফেনসিডিলের বোতল উদ্ধার করে। পরে পুলিশ হেমন্তকে আটক করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বছির আহামেদ বাদল বলেন, আটককৃত হেমন্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত