সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামের একটি পরিত্যক্ত ঘরের সামনে রাস্তার উপরে প্লাস্টিকের ঝুড়িতে রাখা ৪টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ।
শরণখোলা থানা পুলিশ বৃহস্পতিবার ভোর উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামের রাস্তা থেকে পাচারকারীদের ফেলে রাখা ঝুড়িবন্দী ৪টি তক্ষক উদ্ধার করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশীদের নেতৃত্বে থানা পুলিশ যৌথ টহলকালে শরণখোলা গ্রামের আনোয়ার বয়াতীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরের সামনে রাস্তার উপরে ফেলে রাখা প্লাস্টিকের ঝুড়িতে ৪টি বিরল প্রজাতির তক্ষক দেখতে পায়। পরে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিরল প্রজাতির তক্ষক চোরাই বাজারে মোটা অংকে বিক্রি হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা সুন্দরবন থেকে তক্ষক ধরে ঝুড়ি ভরে রাতের আধারে নিয়ে যাওয়ার পথে পুলিশ দেখে তা রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। তক্ষকগুলো সুন্দরবনে ছেড়ে দেয়ার জন্য বন বিভাগকে খবর দেয়া হয়েছে বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন