বগুড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ বিএনপির স্থায়ী কমিটির সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বিএনপি নেতা ও বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু’র আয়োজনে রবিবার বিকেলে বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিল হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী বেলাল, বগুড়া বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ডা. মামুনুর রশিদ মিঠু, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহীন মনিরুজ্জামান মনি, শাহিদুজ্জামান শাকিল, প্যানেল মেয়র ও কাউন্সিলর পরিমল চন্দ্র দাস ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু।
আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, যুবদল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতারুজ্জামান নান্টু, জিল্লুর রহমান পশারী লিখন, শহর শ্রমিকদল সভাপতি লিটন শেখ বাঘা, মেহেদী, ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, শাফিন, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, সিজান কাজী, সুমন মোল্লা, আতিকুর রহমান রিমন ও সাদিক ফয়সাল লাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই