সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে ফসল-ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাছপালাসহ বৈদ্যুতিক ট্রান্সফরমারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড দাবদাহের পর বুধবার রাতে সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি বয়ে যায়। ঝড়ের কাছে জেলার মহাসড়কের পাশেসহ ব্যক্তিগত প্রায় কয়েক হাজার গাছ পড়ে গেছে। গাছের আম ঝড়ে গেছে। বিদ্যুতের ট্রান্সফরমারসহ বিদ্যুত লাইন লন্ডভন্ড হয়ে পড়ায় প্রায় ২০ ঘন্টা বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।
কামারখন্দ উপজেলার কয়েলগাতী গ্রামের আনোয়ার হোসেন জানান, এনজিও থেকে ঋণ নিয়ে একটি খামার গড়ে ছিলাম। কাল বৈশাখী ঝড়ে খামার লন্ডভন্ড গেছে। একই সাথে প্রায় ২ হাজার বাচ্চা মারা গেছে। একই উপজেলার কাজিপুরা গ্রামের আবুল কালাম আজাদ জানান, ঝড়ে আমার অটো রাইস মিল তছনছ হয়ে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক আবু হানিফ জানান, ঝড়ে ১ হাজার ২৬ হেক্টর জমির ফসল হেলে পড়ে গেছে। এতে কৃষকের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন