'কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও' শ্লোগান নিয়ে দিনাজপুরে টমেটোর হিমাগার নির্মাণের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখা মানববন্ধন করেছে।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
এসময় কৃষক সমিতি দিনাজপুরের সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার সম্পাদক দয়ারাম রায়, অধ্যাপক আব্দুল বারী, সংগঠক সিপিবি অ্যাড. রেজাউল ইসলাম রাজু, দূর্জধন রায়, হারুন অর রশীদ হিমেল, অঞ্জনী রানী রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ অবহেলিত তারা কৃষিপণ্যের লাভজনক দাম পায় না। কৃষকরা দিনরাত পরিশ্রম করে উৎপাদিত পণ্য কোনো কোনো সময়ে দাম নিয়ে চরম বিপাকে পরে, এমনই একটি পণ্য টমেটো। যা কিনা সঠিক সময়ে বিক্রি করতে না পারলে ফেলে দিতে হয়। এই ফসল (টমেটো) ঘরে তুলে সংরক্ষণ করা সম্ভব হয় না। তাই কৃষক দীর্ঘ সময় ধরেই টমেটোসহ কৃষিপণ্যের সঠিক মূল্য হতে বঞ্চিত হয়ে আসছে।
বক্তারা সরকারের কাছে দাবি করে বলেন, দিনাজপুরের কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই একটি টমেটো হিমাগার স্থাপন করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল