মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমরাইল ও গান্ধীছড়া চা বাগানে ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আমরাইল ছড়া চা বাগানে আমরাইল সিক্সার্স এর আয়োজনে আমেরিকা ভিত্তিক চ্যারেটি সংগঠন উৎসব এর অর্থায়নে আমরাইল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগানের অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৫ কেজি ডাল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম তেল, ২টি সাবান ও ৫টি মাস্ক।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারি অধ্যাপক সুদর্শন শীল, উৎসর্গ তরুনের সমন্বয়ক কাজল হাজরা, আমরাইল সিক্সার্স এর ক্যাপ্টেন আপন দাস, টিম ম্যানেজার তাপস পাল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন