ঠাকুরগাঁওয়ে করোনায় ঘরবন্দি ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলায় সমির উদ্দীন স্মৃতি কলেজ মাঠে আজ বুধবার একটি বে-সরকারি সংগঠন পিপলস ইমপ্রভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ১৮ই এপ্রিল ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিল এ সংস্থাটি।
এসময় ইফতার ও সাহেরির খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, লবণ, গুড়া দুধ, চিনি, ছোলা, মুড়ি, খেজুর, আলু, পেয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় ১৬টি খাদ্য পণ্য ২১ কেজি করে প্রত্যেক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, সমাজ সেবক মুহাম্মদ বেলাল উদ্দিন, রবিউল আওয়াল ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির