নীলফামারীর জলঢাকায় ধান কাটা শ্রমিক সংকটে থাকা অসহায় কৃষক বাবলু রহমানের দেড় বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা। রবিবার সকালে উপজেলার পৌর এলাকার মাথাভাঙ্গা সংলগ্ন ধানক্ষেত থেকে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলীর নেতৃত্বে উপজেলা ও পৌর কৃষকলীগের নেতা কর্মীরা জমিতে থাকা পাকা ধান কেটে কৃষক বাবলুর বাড়িতে পৌঁছে দেন। ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ায় বগুলাগাড়ী মিয়া পাড়ার কৃষক বাবলুর রহমান উপজেলা ও পৌর কৃষকলীগের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেলা কৃষকলীগের প্রস্তুতি কমিটির সদস্য রুহাত ফারুক, কৃষকলীগের সহসভাপতি ও পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,পৌর কৃষকলীগের সভাপতি মোকলেছুর রহমান সন্জু, সাধারণ সম্পাদক রইসুল ইসলাম বাবলু, কাঁঠালি ইউনিয়নের আহবায়ক হামিদুর রহমান, কৃষকলীগ নেতা মুছা আলী, সাগর কুমার রায়,জয়দেব রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন