স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলসহ চারদফা দাবি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শণ শেষে স্মারকলিপি দেন তারা।
এতে নেতৃত্ব দেন উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী। এ সময় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মাহবুব ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতা হাবিবুর রহমান খান জানান, চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি উত্তোরণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চালু, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, টার্মিনালে ওএমএস চালু এবং ডিমলা কোচ টার্মিনালে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছি আমরা।
বিডি প্রতিদিন/আল আমীন