পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আজ মঙ্গলবার কর্মমূখী মানুষের চাপ কিছুটা কমেছে। এই নৌরুটের সব ফেরি সচল থাকায় ভোগান্তি ছাড়াই ফেরিতে নদী পার হচ্ছেন কর্মমূখী মানুষরা। কিন্তু নদী পার হয়ে ঘাটে এসে এখনো সমস্যায় পড়ছেন তারা।
পণ্যবাহী পরিবহণ, মোটর সাইকেল, ভাড়ায় চালিত বিভিন্ন বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এসব যাত্রীরা যাতায়ত করছেন। সামাজিক দুরত্ব না মেনে জনসমাগমে যে যেভাবে পারছেন সেভাবেই গন্তব্যে ছুটছেন।
বিআইডাব্লিউটিসির আরিচা আঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, 'ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় কিছুটা কমেছে। এসব মানুষ ও যানবাহন পারাপারের জন্য এই নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির