তিনদিন অপেক্ষার পর অবশেষে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন।
বুধবার বিকাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে ৩৭ জন দেশে ফিরেছেন।
এ সময় ইমিগ্রেশন, কাষ্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় ৩টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।
হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, ভারত থেকে আসা সকল যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েন। বুধবার প্রথম দিনে বিকাল ৫টা পর্যন্ত ভারত থেকে ৩৭ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এছাড়াও ৫৫ জন আসার অপেক্ষায় রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন