সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপি দোয়া ও খাবার বিতরণ করেছে। রবিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।
শহরের আখড়া বাজার মোড়ে আয়োজিত কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, আমিরুজ্জামান, এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, আলী মোহাম্মদ, এডভোকেট শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম জাহাঙ্গীর, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা উলামা দলের আহ্বায়ক মুফতি আজিজুল হক। দোয়ার পরে গরিবদের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।
এছাড়া শহরের পুরানথানা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়ার নেতৃত্বে এবং নগুয়া এলাকায় জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মোশতাক আহমেদ শাহীনের নেতৃত্বে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন