জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ইপিআই ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা: সেলিম মিয়া।
এ সময় সিভিল সার্জন জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ২১শ' ৪২ টি কেন্দ্রে প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন