টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুন) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রুহুল আমিন ঘাটাইল উপজেলার লাভলু মিয়ার ছেলে।
জানা যায়, রুহুল আমিন একজন মানসিক রোগী। গত দুই দিন ধরে সে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে মাদলা খালে তার লাশ পাওয়া যায়। খালের পাড়ে ওই যুবকের মোবাইল ও জামা কাপড় পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে- সে গোসল করতে খালে নেমেছিলো।
ওই এলাকার জবান আলী বলেন, প্রতিদিনের মতো আজ সকালে মাদলা খালে জাল নিয়ে মাছ ধরতে যাই। গিয়ে দেখি পানিতে এক লাশ ভাসছে।
সখীপুর থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভূঁইয়া বলেন, যুবকটি মানসিক রোগী ছিলো বলে লাশের পরিবার কোনও বাদী হয়নি। কারও কোনও অভিযোগ বা আপত্তি না থাকায় লাশটি ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত