২৩ জুন, ২০২১ ২২:১৮

ফুলবাড়ীতে টিএলসিসি সভায় বাজেট ঘোষণার প্রস্তুতি

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ীতে টিএলসিসি সভায় বাজেট ঘোষণার প্রস্তুতি

শহর সমন্বয় কমিটির সভা।

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরে পৌরসভার ৮৭ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ৩৫৩ টাকার বাজেট ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর মধ্যে রাজস্ব খাতে ৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও উন্নয়ন খাতে ৮২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৮৫৩ টাকা ধরা হয়েছে। বুধবার বেলা ১১টায় ফুলবাড়ী পৌরসভার সভা কক্ষে টিএলসিসি’র সভা অনুষ্ঠিত হয়।

টিএলসিসির সভায় ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব মাহবুবুর রহমান, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, রাজনীতিবীদ ও সমাজকর্মী সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট শাহাজাহান আলম, ফুলবাড়ী এনজিও ফোরামের সভাপতি এমএ কায়ুমসহ সাংবাদিকরা।

এছাড়াও টিএলসিসি'র সভায় পৌর পরিষদের সকল কাউন্সিলররা, পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারী ও পৌর এলাকার রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর