গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করার সময় অসুস্থ হয়ে সদু মিয়া (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের সাখাওয়াতজ্জামানের বাড়িতে ল্যাট্রিনের সেফটিক ট্যাংকের পানির মধ্যে নেমে কাজ করার সময় সদু মিয়া শ্বাসকষ্টে অসুস্থ হয়ে সেখানে পানিতে ডুবে যান। অপর শ্রমিক উপরে উঠে এসে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তারা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সদু মিয়ার লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, সেফটিক ট্যাংকের কাজের জন্য সদু মিয়া ট্যাঙ্কির নিচে পানিতে নামেন। কিন্তু ট্যাঙ্কির মধ্যে গ্যাসের সৃষ্টি হওয়ায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/হিমেল