বগুড়ার শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ৬৪ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র জানে আলম খোকা এই বাজেট ঘোষণা করেন। এটি বর্তমান পরিষদের প্রথম বাজেট। এতে দৃষ্টিনন্দন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে নানামুখি উন্নয়নসহ নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।
প্রস্তাবিত এই বাজেটে বাজেটে নিজস্বখাত ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ধরা হয়েছে ৭ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ৬কোটি টাকা, মিউনিসিপ্যাল গভার্নেস সার্ভিসেস প্রকল্প (ওএন্ডএম) এমজিএসসি ও মিউনিসিপ্যাল গভার্নেস সার্ভিসেস প্রকল্প এমজিএসপি মোট ২১ কোটি ৫০ লাখ টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৫ কোটি টাকা, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় ১৫ কোটি টাকা এবং করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় সরকারি সহায়তা থেকে ২০ লাখ টাকা, বৃহত্তর পাবনা-বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে ১০ কোটি টাকা আয় ধরা হয়েছে। আর এসব খাতের উন্নয়নে সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে ওই বাজেটে।
অনুষ্ঠানে পৌর মেয়র জানে আলম খোকা বলেন, ১৮৭৬ সালে শেরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেয়েছে। এই পৌরসভাকে মডেল ও আধুনিক হিসেবে গড়ে তোলাসহ পৌরসভার নাগরিক সেবার মান বাড়াতেই এই বাজেট তৈরি করা হয়েছে।
তবে চলমান মহামারী করোনাভাইরাসের কারণে গোটা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও প্রভাব পড়েছে। আর্থিক খাত কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে। এরপরও প্রস্তাবিত বাজেটটি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর মাধ্যমে পৌরবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করা হবে। এজন্য তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
বাজেট অনুষ্ঠানে পৗরসভার কাউন্সিলর নাজমুল আলম খোকন, নিমাই ঘোষ, ফিরোজ আহম্মেদ জুয়েল, জাকারিয়া মাসুদ, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ফারুক ফয়সাল, চন্দন কুমার দাস রিংকু, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম রুনী, করুনা রানী ঘোষ, শারমিন আকতার, পৌরসভার সচিব ইমরোজ মুজিব, প্রকৌশলী শামিম আহম্মেদ, সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে অনুষ্ঠানের শুরুতেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরানের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন