করোনা মহামারিতে দুস্থদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান। প্রতিদিনই বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের দরিদ্রদের বাড়িতে হাজির হচ্ছেন ত্রাণ নিয়ে।
ত্রাণের প্রতিটি প্যাকেটে থাকছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার তেল, দুই কেজি আলু, দুই কেজি পিয়াজ ও সাবান।
শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, করোনা মহামারিতে অনেকে কষ্টে দিন কাটালেও মুখে বলতে পারেন না। হাত পাততে পারেন না। তাদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন