কুড়িগ্রামে ২৬ পিস ইয়াবাসহ বকুল মিয়া (৩১) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া বালাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বকুল মিয়া ওই এলাকার মুকুল মিয়ার ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বকুল মিয়ার বাড়ি থেকে ২৬ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে দুপুরের পর কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর