কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে কুড়িগ্রামের পুরাতন রেল স্টেশন পাড়াস্থ জেলা জাতীয় পার্টি কার্যালয়ে মিলাদ মাহফিল,আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে মরহুমের মৃত্যুবার্ষিকী পালন করেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপা সদস্য নবাব আলী, এডভোকেট হুমায়ুন কবীর, সাইদুর রহমান, মোকতার আলী, মজনুর রহমান মজনু, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক প্রভাষক শামসুজ্জোহা চৌধুরী সাজু প্রমুখ। এ সময় সাবেক এ রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন