করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পঞ্চগড়ের সীমান্ত উপজেলায় তেঁতুলিয়ায় বাড়ছে প্রকোপ। উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার। এ অবস্থায় শিশুস্বর্গ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ৫টি অক্সিজেন সিলিন্ডার বেসরকার কয়েকটি ফার্মেসিকে বিনামূল্যে প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দিতে এই সিলিন্ডারগুলো প্রদান করে প্রতিষ্ঠানটি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আকন্দসহ গণ্যমান্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন