ঈদ উপলক্ষে গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমে থাকা অসহায় বাবা মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পথশিশু সেবা সংগঠন।
শনিবার দুপুরে জেলার কাশিয়ানী উপজেলার হাইসুর বৃদ্ধাশ্রমে তাদের সকলের হাতে নতুন শাড়ি, লুঙ্গি ও ফতুয়া তুলে দেন এই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি, হাইসুর বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি জানান, গত ৫ বছর ধরে পথশিশু ও অসহায় মানুষদের জন্য কাজ করছে পথশিশু সেবা সংগঠন। বিভিন্ন উৎসব ও দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকা তাদের উদ্দেশ্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন