গাজীপুরের শ্রীপুরে গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, বিশ্বের অনেক রাষ্ট্র প্রধানরা তাদের দেশের নাগরিকদের টিকা দিতে পারেনি। অথচ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে তৃণমূল পর্যায়ে টিকা পৌঁছে গেছে। তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের সকল মানুষ টিকার আওতায় চলে আসবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস বলেন, শ্রীপুরে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১টি কেন্দ্রে ৩৩টি বুথে ১৫০ জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৬৬০০ জনকে করোনার টিকা প্রদান করা হবে আজ। সকাল ৯টায় শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকাল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
এসময় আরোও বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই