সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সে.মি বৃদ্ধি বিপদসীমার ৬৮ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সাথে সাথে নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি। নিঃস্ব হয়ে পড়ছেন মানুষ। নিঃস্ব মানুষগুলোর কর্ম না থাকায় মহাসংকটে দিন কাটছে।
জানা যায়, গত দেড় সপ্তাহ যাবত যমুনা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। কমা বাড়ার সাথে একদিকে যেমন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে অন্যদিকে নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। মাত্র এক সপ্তাহে চৌহালীর বাঘুটিয়া, বিনানুই চর বিনানুই, ভুতের মোড়, খাসপুকুরিয়া, উমারপুর এলাকায় ভাঙ্গনে বেশ কয়েকটি বসতভিটা-ফসলি জমি বসতভিটা বিলীন হয়েছে। এনায়েতপুরের আড়কান্দি থেকে পাঁচিল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাতে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের শিকার মানুষগুলো নিঃস্ব হয়ে পড়ছেন। ভাঙ্গনের শিকার কর্মহীন মানুষগুলো চরম দুর্বিষহ জীবন যাপন করছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, গত দেড় সপ্তাহ যাবত যমুনার পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে। তবে চারদিন যাবত ফের যমুনার পানি দ্রুত বাড়ছে। আরও দুদিন যমুনার পানি বাড়বে। পানি বাড়ার সাথে সাথে যমুনার অরক্ষিত অঞ্চলে কিছুটা ভাঙন শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার