২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নোয়াখালীতে দোয়া ও স্মরণ সভা হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, আবদুল মমিন বিএসসি, আবদুল ওয়াদুদ পিন্টু, এডভোকেট আলতাফ ও মাওলা লিটন, ইমন ভট্ট, ইকরামুল হক বিপ্লব সহ প্রমুখ।
স্মরণ সভা থেকে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার পূর্বক শাস্তি কার্যকর করার দাবি জানানো হয়। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত