খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে “তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক” প্রকল্পের দিনব্যাপী এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মারমা উন্নয়ন সংসদের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার মাহফুজা মতিন।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বিপেন্দু চাকমা, প্রকল্পের কর্মকর্তা মিনুচিং মারমা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকতা উথান চৌধুরী, কার্বারী অ্যাসোসিয়েশনের সম্পাদক রনি ত্রিপুরা, হেডম্যান ২৬২ নম্বর গোলাবাড়ী মৌজা উক্যসাইন চৌধুরী।
আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, নারী দলের সদস্য আছিয়া বেগম, টিআইবি-সনাকের সদস্য বিধান রায় বিশ্বাস ও নারী দলের সদস্য রাঙ্গাবি চাকমা। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন অফিস-আদালতে তথ্য সংগ্রহে নারীদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
বিডি প্রতিদিন/এমআই