কুমিল্লায় গণপিটুনিতে এক চোরের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে নাঙ্গলকোটের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চোরের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া গ্রামের এক প্রবাসীর ঘরে বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করেন ওই ব্যক্তি। এ সময় শব্দ হলে প্রবাসীর স্ত্রী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে। এসময় পাশের একটি বিলে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার ওসি আ.স.ম আবদুন নূর বলেন, লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।
বিডি প্রতিনিধি/আবু জাফর