দিনাজপুরের চিরিরবন্দরে তাল কুঁড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিতেন্দ্র নাথ রায় নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জিতেন্দ্র নাথ রায় (৭৫) চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের তরণীকান্ত রায়ের ছেলে।
তার পরিবার জানায়, জিতেন্দ্র নাথ রায় মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ জিতেন্দ্র নাথ রায় গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পাশে পুকুরের ধারে তাল কুঁড়াতে যায়। এসময় তিনি একটি তাল কুঁড়িয়ে বাড়িতে ফিরেন। এর কিছুক্ষন পর তিনি আবারো তাল কুঁড়াতে ওই স্থানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। তিনি সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাদের স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে পরিবারের লোকজন ৬ সেপ্টেম্বর বিকেলে ওই তালগাছের নিচের পুকুরের পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান এবং মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
চিরিরবন্দর থানার এস আই নিতাই চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন