শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
দিনাজপুরে এবার ১২৮২টি মণ্ডপে দুর্গাপূজা
দিনাজপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন

আগামী ৬ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে মধ্যে দিয়ে হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে চলছে প্রতিমা তৈরির ধুম। দিনাজপুরে প্রতিমা তৈরীতে দিন রাত মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
গত বছরের তুলনায় এবারও দিনাজপুর জেলায় বেড়ে মণ্ডপ সংখ্যা হয়েছে ১২৮২টি। গত বছরের চেয়ে ৫০টি মণ্ডপ বেড়েছে। যতদিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে বাড়ছে পূজার প্রস্তুতি। তৈরী হচ্ছে গেট, মণ্ডপ আর পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। মণ্ডপে মণ্ডপে প্রতীমা তৈরী কাজে ব্যস্ত মৃৎ শিল্পীরা।
এদিকে, পূজার আমেজ বৃদ্ধি পাওয়ার সাথে কেনাকাটায় বাড়ছে শহরের বিভিন্ন শপিং মলগুলোতে ভীড় বাড়ছে। করোনাভাইরাসের প্রভাব কমে যাওয়ায় এর আমেজ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে অপেক্ষায় আছে হিন্দু ধর্মালম্বীরা।
খানসামার তাঁতী পাড়া দূর্গা মন্ডবে কর্মরত প্রতিমা শিল্পী রতন কুমার বলেন, প্রতিমা তৈরি করা অনেক কষ্টের আর আগের মত লাভ হয় না। তারপরও করতে হয়। দুই একদিনের মধ্যেই তৈরি করা দুর্গার প্রতিমাগুলোর রং ও সাজ-সজ্জার কাজ শেষ হবে। তিনি আরো বলেন, প্রতিমা তৈরীর মজুরি প্রতিমা সাইজ ও ধরণ অনুযায়ী নির্ধারণ করা হয়।
প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী প্রতিমা শিল্পীরা ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।
দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার জানান, এ বছর দিনাজপুর জেলায় ১২৮২টি মন্ডপে আয়োজন করা হচ্ছে শারদীয় এই দুর্গোৎসব। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে প্রতিমা। মাটির কাজ শেষ করার পর রঙ-তুলির আঁচরে বর্ণিলভাবে প্রতিমার রূপ দেওয়া হচ্ছে। নিজের সন্তানের মতো অতি ভালবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। প্রতিমা গড়া শেষ হলে রঙতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব। ফুটিয়ে তোলা হবে নাক-চোখ-মুখ। হৃদয়ের ভালবাসায় চলছে প্রতিমা তৈরির এ কাজ।
তারা আরও জানান, আগামী ১১ অক্টোবর বোধন শেষে ষষ্ঠী পূজা এবং আগামী ১৫ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন
এই বিভাগের আরও খবর