মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১শ'৬৮ ক্যান বিয়ারসহ তিন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। সদর উপজেলার পশ্চিম কাজী কসবা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ডিবি আবুল কালাম আজাদ।
আটক তিন ছাত্রলীগ কর্মী হলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মো. লিমন খান (২৫), সাইদুর রহমান আকাশ (২১) ও জাহিদ হোসেন (২৫)।
ওসি ডিবি আবুল কালাম আজাদ জানান, রাতে পশ্চিম কাজী কসবা এলাকায় বিক্রির উদ্দেশ্যে কয়েকজন বিয়ার মজুদ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম কাজী কসবা এলাকার পলাতক আসামি সৈকত ভূঁইয়ার দর্জির দোকানের মধ্যে থেকে ১৬৮ ক্যান বিয়ারসহ তিনজনকে আটক করা হয়। এসময় সেখান থেকে আরও একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির