টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজে যাওয়ার প্রধান সড়ক সংস্কারের দাবিতে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সখীপুর সাগরদিঘী সড়কের কলেজের মূল গেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ওই কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। এসময় দুই পাশের শত শত যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়ে শিক্ষার্থীদের পক্ষে রুমান সিকদার, বৃষ্টি আক্তার, মারুফ হাসান, তানজিম ইসলাম, রিফাত আহমেদ, বায়েজিদ প্রমুখ বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী অচিরেই সড়ক সংস্কার করে চলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত