বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ গোলচত্ত্বর এলাকায় বাসচাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। সে সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই বেলাল মারা যায়। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম