ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধানক্ষেত থেকে আলিফ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভান্ডারা গ্রামের পাঁচপীর কবরস্থানের পাশের ধানক্ষেতে আজ শনিবার দুপুরে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
মৃত আলিফ হোসেন রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের শহিদুল ইসলামের একমাত্র ছেলে।
ঘটনাস্থল পরির্দশন করেছেন রাণীশংকৈল সার্কেল এএসপি তোফাজ্জল হোসেন ও থানা পরির্দশক এসএম জাহিদ ইকবাল।
নিহত তরুণের মা আলেফা পারভীন তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে এর সঠিক তদন্তসহ বিচার দাবি করেন।
রাণীশংকৈল থানা পরির্দশক এস এম জাহিদ ইকবাল (ওসি) বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্ত হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির