আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে টাঙ্গাইল জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু), জাতীয় মহিলা ঐক্যপরিষদ টাঙ্গাইল জেলা সভাপতি সীমা সাহা প্রমুখ।
বক্তারা করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য পুলিশকে জানাতে বলা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন