ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে পৌরসভার নতুন বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী, শ্রমিকলীগ নেতা কাজী আব্দুল্লাহ আল মামুন, মৃধা রাসেল পারভেজ (ডাবলু), মো. বিল্লাল হোসেন, মো. আরিফুজ্জামান আরিফ, খোকন সিকদার, মনিকা রাজবংশী, বেদেনা বেগম, বাবুল মোল্যা, মামুন মোল্যা, আলমগীর হোসেন পিয়ার, কালাম বিশ্বাস, আফজাল হোসেন, সবুর শেখ, সেলিম শেখ, রমজান শেখ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত