‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি'-এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সকালে সরকারি শিশু পরিবার তিতাস পাড়া এলাকায় এক আলোচনা সভার আয়োজন করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। অনুষ্ঠানে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন দিপু ও শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক রওশন আরা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সাধারণ মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসের মূল লক্ষ্য হলো, সমাজে সকলের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন, প্রচলন ও এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
বর্তমানে করোনা পরিস্থিতিতে এই দিবসের গুরুত্ব বেড়েছে। করোনা থেকে নিজেকে রক্ষায় বারবার হাত ধোয়া অত্যন্ত জরুরি। অবচেতনভাবে আমরা হাত দিয়ে ক্রমাগত চোখ, নাক ও মুখ স্পর্শ করে থাকি। হাত অপরিষ্কার থাকলে এমন স্পর্শের মাধ্যমে দেহের ভেতর জীবাণু প্রবেশ করতে পারে। তাই হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কাসহ নানা ধরনের রোগব্যাধি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এমআই