বান্দরবান জেলা সদর সংলগ্ন রাম জাদী মন্দির এলাকায় রবিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি আফিমসহ য়ইংচিং মারমা (৫৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকা।
গ্রেফতারকৃত য়ইংচিং মারমাকে রবিবার রাতে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত য়ইংচিং মারমার বাড়ি রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের খেংক্ষং পাড়ায়।
বিডি প্রতিদিন/এএম