২০ অক্টোবর, ২০২১ ২২:১৮

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা ও মারধরের অভিযোগ

নাটোর প্রতিনিধি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা ও মারধরের অভিযোগ

নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আলতাফ হোসেনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান কালুর কর্মীদের মারধর ও নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে বুধবার নাটোর সদর থানায় বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টায়  নুরুজ্জামান কালু ইউপি নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক শেষে অসুস্থ লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানকে দেখতে তার বাসায় যায়। এসময় আলতাব হোসেন মদ্যপ অবস্থায় ১০/১২ জনকে সাথে নিয়ে নুরুজ্জামান কালুর কর্মী শরিফুল ও জয়েন উদ্দীনকে মারধর করে। এছাড়া তার লোকজন নুরুজ্জামানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি প্রদান করে। 

এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন জানান, মারধর বা নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের কোনো ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান কালুর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর