২৫ অক্টোবর, ২০২১ ১৩:০৬

২২১ রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে স্থানান্তর

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)

২২১ রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে স্থানান্তর

কক্সবাজারের টেকনাফের শামলাপুর ২৩ নম্বর ক্যাম্প থেকে ৪৪ পরিবারের (২২১ জন) রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে এবং পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, রবিবার বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ফুটবল খেলার মাঠ থেকে ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যেতে ইচ্ছুক, এমন ৪৪ পরিবারের (২২১জন) রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে ৪টি বাস ও ৬টি মালামালের ট্রাক যোগে স্থানান্তর করা হয়। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) মাধ্যমে এ স্থানান্তর কার্যক্রম শুরু হয়।

তিনি আরও বলেন, রোহিঙ্গা পরিবারগুলোকে এক জায়গায় সমবেত করে তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করছেন বাহারছড়া আর্মড পুলিশের সদস্যগণ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর